ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জাতীয়

নাগরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৩, ডিসেম্বর ২৯, ২০১৭
নাগরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিশুর মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল-আরিচা সড়কের নলসন্ধ্যা ও গুগোলহাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশুর মধ্যে নলসন্ধ্যা গ্রামের আকবর খানের মেয়ে আফসানা আক্তার (০৫) ও মানিকগঞ্জের দৌলতপুর থানার চরকাটারি গ্রামের মো. আব্দুল রশীদের ছেলে যুবরাজ (৮)।

নাগরপুর থানার উপ পরিদর্শক (এসআই) শাহজাহান বাংলানিউজকে জানান, সন্ধ্যায় নলসন্ধ্যা এলাকায় অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ আফসানাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

অপরদিকে, একই উপজেলার গুগোলহাট এলাকায় অটোরিকশা উল্টে রাস্তার পাশে খাদে পড়ে শিশু যুবরাজ মারা যায়।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।