ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্স উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
মেহেরপুরে ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্স উদ্বোধন

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার এক নম্বর কাথুলি ইউনিয়ন পরিষদ (ইউপি) কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন ফলক উন্মোচনের মধ্য দিয়ে প্রায় ৮৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি উদ্বোধন করেন।

পরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মকবুল হোসেন এমপি। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষ্ণুপদ পাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি আ্যাডভোকেট শফিকুল আলম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদ মূর্শেদ অতুল, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা প্রকৌশলী লিয়াকত হোসেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার।

এছাড়া আরো বক্তব্য রাখেন- কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুন্নত আলী, কাথুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক শফি কামাল পলাশ, শহীদ স্মৃতি পাঠাগারের সহসভাপতি ইয়াসিন রেজা, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৈহিদুল ইসলাম প্রমুখ।
 
কাথুলি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নির্মাণ কাজ চলতি বছরে শেষ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।