ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রী প্রচার-প্রচারণা চালিয়ে যেতে বলেছেন

মহিউদ্দিন মাহমুদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
প্রধানমন্ত্রী প্রচার-প্রচারণা চালিয়ে যেতে বলেছেন আতিকুল ইসলাম/ফাইল ফটো

ঢাকা: প্রধানমন্ত্রী প্রচার-প্রচারণা, মতবিনিময় চালিয়ে যেতে বলেছেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচনে আগ্রহী শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরের গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পোশাকশিল্প প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক এই সভাপতি।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করাকে ‘সৌজন্য সাক্ষাৎ’ হিসেবে উল্লেখ করেন তিনি।

সাক্ষাতে কি কথা হয়েছে জানতে চাইলে আতিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচনের জন্য বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করার বিষয়টি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতিকে অবহিত করেছি।

আগামীকাল (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় মগবাজার মোড় এবং বিকেল ৩টায় ভাসানটেকের একটি মতবিনিময়ে অংশ নেবেন বলেও জানান এ ব্যবসায়ী নেতা।

নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ বড় দল। দলের মনোনয়ন সিস্টেমওয়াইজ দেওয়া হয়।

*****প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন আতিকুল 
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।