ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নবীনগরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
নবীনগরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সোহাতা এলাকায় ব্যাটারি চালিত ইজিবাইক চাপায় ইয়ামিন (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় নবীনগর-কোম্পানিগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুঘর্টনা ঘটে। ইয়ামিন উপজেলার ভোলাচং গ্রামের মান্নান মিয়ার ছেলে।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ বাংলানিউজকে জানান, সন্ধ্যায় সোহাতা এলাকায় রাস্তা পার হচ্ছিল ইয়ামিন। এসময় একটি ইজিবাইক তাকে চাপা দিলে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।