ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৯, ডিসেম্বর ৩১, ২০১৭
কিশোরগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক আটক মাদক বিক্রেতা ও জব্দ করা মাইক্রোবাস

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ৭৪০ পিস ইয়াবাসহ মো. ইব্রাহীম মিয়া (৩৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পরিচালক লেফট্যানেন্ট এম শোভন খান বাংলানিউজকে বিষয়টি জানান।

এর আগে শনিবার (৩০ ডিসেম্বর) রাতে কিশোরগঞ্জ রেল স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

ইব্রাহীম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দাতরপহেলা গ্রামের মৃত মুকুল মিয়ার ছেলে।

এম শোভন খান বাংলানিউজকে জানান, কিশোরগঞ্জ রেল স্টেশন এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি মাইক্রোবাস আটক করে তল্লাশি চালিয়ে ৭৪০ পিস ইয়াবাসহ ইব্রাহীমকে আটক করা হয়। এসময় মাইক্রোবাস ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।