ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মহাদেবপুরে নৌকাবাইচ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
মহাদেবপুরে নৌকাবাইচ জাতীয় পতাকাবাহী ডিঙি নৌকাবাইচ

নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে জাতীয় পতাকাবাহী ডিঙি নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে বিজয় দিবস উপলক্ষে উপজেলার শিবগঞ্জের আত্রাই নদীতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মহাদেবপুর উপজেলার সামাজিক সংগঠন রডেফ্রাইডে এ প্রতিযোগিতার আয়োজন করে।

মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবারক হোসেন, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু এবং রডেফ্রাইডের পরিচালক হোসাইন মোহাম্মদ সাইন বক্তব্য রাখেন। জাতীয় পতাকাবাহী ডিঙি নৌকাবাইচএতে শতাধিক ডিঙি নৌকা অংশ নেয়। প্রতিটি নৌকায় জাতীয় পতাকা ছিলো। নদীর উভয় পাশে হাজার হাজার নারী-পুরুষ, শিশু ও কিশোর এ উৎসব উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।