ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে অসহায় ও দুস্থদের মধ্যে পাঁচ হাজার কম্বল বিতরণ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
ঈশ্বরদীতে অসহায় ও দুস্থদের মধ্যে পাঁচ হাজার কম্বল বিতরণ

ঈশ্বরদী: ঈশ্বরদীতে ভূমিমন্ত্রীর পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে পাঁচ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় ঈশ্বরদী শহরের আলীবর্দি রোডের নিজ বাসভবনে জেলা আওয়ামী লীগের সভাপতি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ উপজেলার সাতটি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে এসব কম্বল হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন- লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান শরিফ, মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মালিথা, পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।