সোমবার (১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল গেটের ভেতর এ কর্মবিরতি পালন করা হয়।
বাংলাদেশ হেল্থ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আমিরুজ্জামান জানান, ১৯৯৮সালে টেকনিক্যাল পদ মর্যাদা ঘোষণা করা হয়।
দাবিগুলো হলো- টেকনিক্যাল বেতন স্কেলসহ পদমর্যাদা দেওয়া, মাঠ ভ্রমণ ভাতা ও ঝুঁকি ভাতার মূল বেতনের ৩০ ভাগ ধার্য করা, প্রতি ৬ হাজার জনগোষ্ঠীর জন্য একজন করে স্বাস্থ্য সহকারী নিয়োগের মাধ্যমে শূন্য পদে নিয়োগ প্রদান ও ১০ ভাগ পোষ্য কোঠা প্রবর্তন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মঈনুল হক খান জানান, উপজেলা স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতিতে যাওয়ায় রোগীদের চিকিৎসা সেবায় কিছুটা সমস্যা হচ্ছে। আশা করছি সমস্যার সমাধান হবে।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
আরএস/এএটি