ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
শ্রীপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। ছবি: বাংলানিউজ

গাজীপুর: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চার দফা দাবিতে গাজীপুরের শ্রীপুরে কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।

সোমবার (১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল গেটের ভেতর এ কর্মবিরতি পালন করা হয়।

বাংলাদেশ হেল্থ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আমিরুজ্জামান জানান, ১৯৯৮সালে টেকনিক্যাল পদ মর্যাদা ঘোষণা করা হয়।

গত ১৯ বছরেও তা বাস্তবায়ন হয়নি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৪ দফা দাবিতে এ কর্মবিরতি পালন করা হয়।

দাবিগুলো হলো- টেকনিক্যাল বেতন স্কেলসহ পদমর্যাদা দেওয়া, মাঠ ভ্রমণ ভাতা ও ঝুঁকি ভাতার মূল বেতনের ৩০ ভাগ ধার্য করা, প্রতি ৬ হাজার জনগোষ্ঠীর জন্য একজন করে স্বাস্থ্য সহকারী নিয়োগের মাধ্যমে শূন্য পদে নিয়োগ প্রদান ও ১০ ভাগ পোষ্য কোঠা প্রবর্তন।

 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মঈনুল হক খান জানান, উপজেলা স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতিতে যাওয়ায় রোগীদের চিকিৎসা সেবায় কিছুটা সমস্যা হচ্ছে। আশা করছি সমস্যার সমাধান হবে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।