ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
পটুয়াখালীতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি কর্মবিরতি-ছবি-বাংলানিউজ

পটুয়াখালী: টেকনিক্যাল বেতন স্কেল ও পদমর্যাদাসহ চার দফা দাবিতে সারাদেশের মতো পটুয়াখালীতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা।

সোমবার (১ জানুয়ারি) সকাল থেকে তারা স্ব স্ব উপজেলা কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

নতুন বছরের প্রথম দিনে তাদের এ কর্মবিরতিতে বিনামূল্যে টিকা দান কর্মসূচি (ইপিআই) স্থবির হয়ে পড়েছে।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের বরিশাল বিভাগীয় কমিটির নেতা খলিলুর রহমান জানান, আমাদের চার দফা দাবির মধ্যে রয়েছে বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা, মূল বেতনের শতকরা ৩০ ভাগ, মাঠ-ভ্রমণ ভাতা ও ঝুঁকি ভাতা প্রতি ছয় হাজার জনগোষ্ঠীর বিপরীতে একজন স্বাস্থ্য সহকারী নিয়োগ প্রদান নিশ্চিত ও শতকরা ১০ ভাগ পোষ্য কোটা প্রবর্তন করা।

তিনি আরও বলেন, ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর বর্তমান প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন স্কেল প্রদান করবেন। কিন্তু স্বাস্থ্য অধিদফতর, অর্থ, জনপ্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ের একাধিক কমিটির অনুকূল সিদ্ধান্ত থাকা সত্বেও তা বাস্তবায়ন হয়নি।  

দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান আন্দোলনকারীরা।

বাংলা‌দেশ সময়: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।