ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাবিতে ভাসমান দোকান বন্ধ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
ঢাবিতে ভাসমান দোকান বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চায়ের দোকান (ফাইল ফটো)

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুমোদনহীন ভাসমান দোকান বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (০২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

একেএম গোলাম রব্বানী বলেন, বিশ্ববিদ্যালয়ে যেসব ভাসমান দোকানের অনুমোদন নেই তাদের দোকান বন্ধ করতে বলা হয়েছে।

যাদের অনুমতি আছে তারা দোকান করতে পারবেন। এটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের নিয়মিত কার্যক্রমের অংশ। টিএসসির চায়ের দোকান বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত এখনো গৃহিত হয়নি।

এদিকে টিএসসির চায়ের দোকানদারেরা বলেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম সোমবার (০১ জানুয়ারি) তাদের দোকান বন্ধ করতে বলেছে। এজন্য মঙ্গলবার তারা দোকান বন্ধ রেখেছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।