মঙ্গলবার (২ জানুয়ারী) জাতীয় প্রেসক্লাবের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান ধর্মঘটে অংশ নিয়েছেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা।
সংগঠনটির সভাপতি কাজী রুহুল আমিন বলেন, ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা বেতন-ভাতা না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন।
তিনি বলেন, ১৯৯৪ সালে বেসরকারি প্রাইমারি ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের বেতন ৫০০ টাকা নির্ধারণ করা হয়। পরবর্তীতে ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি স্কুল জাতীয়করণ করা হয়। কিন্তু ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ করা হয়নি। নামমাত্র কিছু টাকা বেতন-ভাতা পান ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। দীর্ঘদিন থেকে সেই বেতন-ভাতা থেকেও বঞ্চিত তারা।
অবস্থান ধর্মঘট থেকে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
এমসি/এমজেএফ