ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ধর্মঘট চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ধর্মঘট চলছে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির অবস্থান ধর্মঘট

ঢাকা: মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত সকল ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির অবস্থান ধর্মঘট চলছে।

মঙ্গলবার (২ জানুয়ারী) জাতীয় প্রেসক্লাবের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান ধর্মঘটে অংশ নিয়েছেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা।

সংগঠনটির সভাপতি কাজী রুহুল আমিন বলেন, ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা বেতন-ভাতা না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন।

অনেকবার বিভিন্নভাবে শিক্ষামন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তরে যোগাযোগ করে সুপারিশ করা হলেও দাবি মানা হয়নি।

তিনি বলেন, ১৯৯৪ সালে বেসরকারি প্রাইমারি ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের বেতন ৫০০ টাকা নির্ধারণ করা হয়। পরবর্তীতে ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি স্কুল জাতীয়করণ করা হয়। কিন্তু ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ করা হয়নি। নামমাত্র কিছু টাকা বেতন-ভাতা পান ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। দীর্ঘদিন থেকে সেই বেতন-ভাতা থেকেও বঞ্চিত তারা।

অবস্থান ধর্মঘট থেকে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
এমসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।