ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
পাথরঘাটায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পাথরঘাটায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন

পাথরঘাটা (বরগুনা): চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি, অবস্থান কর্মসূচি ও সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের আহ্বানে মঙ্গলবার (২ জানুয়ারি) এ কর্মসূচি পালন করেন তারা।

দাবিগুলো হলো-বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা, মূল বেতনের ৩০ শতাংশ মাঠ ভ্রমণ ও ঝুঁকি ভাতা, প্রতি ছয় হাজার জনসংখ্যার বিপরীতে একজন স্বাস্থ্য সহকারী নিয়োগ ও ১০ শতাংশ পোষ্য কোটা প্রবর্তন করা।

এসময় বক্তব্য রাখেন-বরগুনা জেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল কবির, গোলাম মাহমুদ সবুর, মনিরুল ইসলাম, মো. হানিফ মিয়া, রফিকুল ইসলাম প্রমুখ। বক্তরা অবিলম্বে চার দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ০২ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।