ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
মুন্সীগঞ্জে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি ছবি-বাংলানিউজ

মুন্সীগঞ্জ: টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন স্কেলসহ চার দফা দাবি বাস্তবায়নে মুন্সীগঞ্জে স্বাস্থ্য সহকারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সারাদেশে একযোগে এ কর্মবিরতি পালন করা হচ্ছে।

দাবিগুলো হচ্ছে-বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা, মূল বেতনের ৩০ শতাংশ ঝুঁকিভাতা, প্রতি ৬ হাজার জনসংখ্যার বিপরীতে একজন স্বাস্থ্য সহকারী নিয়োগ ও ১০ শতাংশ পোষ্য কোটা প্রবর্তন।

মঙ্গলবার (০২ জানুয়ারি) সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জ ও টংগীবাড়ি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মবিরতি পালন করেন তারা। ফলে জেলার ১৬০৮টি টিকা দান কেন্দ্র বন্ধ রয়েছে।

মুন্সীগঞ্জ সদর উপজেলায় কর্মবিরতিতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রওশন জামিল, সদর উপজেলা সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র উপদেষ্টা সাইদুর রহমান, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শন সমিতির সভাপতি সেলিম শিকদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ০২ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।