ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কোম্পানীগঞ্জে শ্বাসরোধে গৃহবধূকে হত্যা, স্বামী পলাতক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
কোম্পানীগঞ্জে শ্বাসরোধে গৃহবধূকে হত্যা, স্বামী পলাতক

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে শাহানা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী গোলাম ছারোয়ার (৩৮) পলাতক রয়েছেন।

বুধবার (৩ জানুয়ারি) ভোরে মুছাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছোটদলি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহানা আক্তার উপজেলার চরফকিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রুহুল আমিনের মেয়ে এবং ছোটদলি এলাকার গোলাপ মাওলার ছেলে গোলাম ছারোয়ারের স্ত্রী।

নিহতের ছেলে মো. সাইমুন বাংলানিউজকে জানায়, ভোরে তার মা ফজরের নামাজ শেষ করে জায়নামাজে বসেছিলেন। এসময় হঠাৎ তার মাদকাসক্ত বাবা ঘরে ঢুকে পেছন থেকে তার মায়ের গলা টিপে ধরলে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাইমুন আরো জানায়, পারিবারিক বিভিন্ন বিষয় ও যৌতুকের টাকার জন্য তার মাকে প্রায়ই মারধর করত তার বাবা গোলাম ছারোয়ার।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ০৩ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।