ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুই সেনা কর্মকর্তার চিকিৎসায় প্রধানমন্ত্রীর অনুদান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
দুই সেনা কর্মকর্তার চিকিৎসায় প্রধানমন্ত্রীর অনুদান সেনা কর্মকর্তার হাতে অনুদানের চেক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: বাংলাদেশ সেনা বাহিনীর দুই কর্মকর্তার চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩ জানুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাংলানিউজকে জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মেজর জাহিদকে চিকিৎসার জন্য ৫০ লাখ টাকা অনুদান দিয়েছেন। জাহিদের স্ত্রী জাকিয়াতুজ জোহরা এ অনুদানের চেক প্রধানমন্ত্রীর কাছ থেকে গ্রহণ করেছেন।

মেজর জাহিদ জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে মালিতে দায়িত্ব পালনকালে গত বছরের ২৪ সেপ্টেম্বর গুরুতর আহত হন। বর্তমানে তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, লিভার সিরোসিসে আক্রান্ত আরেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল শাহীন আহমেদকে চিকিৎসার জন্য ৩০ লাখ টাকার অনুদান দেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
এমইউএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।