ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বান্দরবানে বিএনপির কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
বান্দরবানে বিএনপির কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, আটক ৩

বান্দরবান: বান্দরবানে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এসময় জেলা ছাত্রদলের সভাপতিসহ তিন নেতাকর্মীকে আটক করা হয়।

শুক্রবার (০৫ জানুয়ারি) দুপুর ১১টার দিকে শহরের মসজিদ মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক নেতাকর্মীরা হলেন- জেলা ছাত্রদলের সভাপতি সাবিকুর রহমান জুয়েল, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোরশেদ বিন ওমর ও জেলা ছাত্রদলের সদস্য মো. রাসেল।

জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ওসমান গণি বাংলানিউজকে জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া সত্ত্বেও পুলিশ অন্যায়ভাবে বাধা দেয়। আটক নেতাকর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্তে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান তিনি।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার বাংলানিউজকে জানান, প্রশাসনের অনুমতি ছাড়া বিএনপির কর্মসূচি পালন করায় তাদের বাধা দেওয়া হয়। এসময় তারা পুলিশের ওপর চড়াও হলে ঘটনাস্থল থেকে তিন নেতাকর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।