ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে ৩ দিনব্যাপী পৌষ মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
বরিশালে ৩ দিনব্যাপী পৌষ মেলা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা/ ছবি: বাংলানিউজ

বরিশাল: ‘পৌষ তোদের ডাক দিয়েছে আয়রে চলে আয় আয় আয়’ স্লোগানে পিঠা-পুলি ও পণ্যের সম্ভারে বরিশালে প্রথমবারের মতো শুরু হয়েছে ৩ দিনব্যাপী পৌষ মেলা। 

শনিবার (৬ জানুয়ারি) বিকেলে নগরের জগদীশ সাবস্বত বালিকা বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম খান। জাতীয় বরীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের বরিশাল শাখা এ পৌষ মেলার আয়োজন করে।


 
বরীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ বরিশাল শাখার সভাপতি কাজল ঘোষের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল পুলিশ কমিশনার মো. রুহুল আমিন, বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আক্কাস হোসেন ও বদিউর রহমান।  

প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। মেলায় পিঠা-পুলি ও বিভিন্ন পণ্য নিয়ে ১৮টি স্টল অংশ নিয়েছে।  

এছাড়া মেলায় প্রতিদিন আবৃত্তি, সংগীত, নৃত্য ও নাটকসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, জানুয়া‌রি ০৬, ২০১৮
এমএস/আরআইএস/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।