ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আগুনে শীত নিবারণের চেষ্টা, এক সপ্তাহে ১১ জনের মৃত্যু

ফজলে ইলাহী স্বপন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
আগুনে শীত নিবারণের চেষ্টা, এক সপ্তাহে ১১ জনের মৃত্যু শীত তাড়ানোর জন্য আগুনে হাত গরম করা হচ্ছে

কুড়িগ্রাম: কনকনে ঠাণ্ডা ও উত্তরীয় হিমেল হাওয়ায় ঘর থেকে বের হতে পারছে না উত্তরের জেলা কুড়িগ্রামের মানুষ। সবচেয়ে দুর্ভোগে পড়েছে শিশু ও বৃদ্ধরা। গত কয়েকদিনে রাত ও দিনের তাপমাত্রায় তেমন একটা তারতম্য না থাকায় কাজে বের হতে পারছেন না শ্রমজীবী মানুষ। 

গরম কাপড়ের স্বল্পতায় জেলার সর্বত্রই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে নিম্ন আয়ের মানুষজন। তীব্র ঠাণ্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে চরাঞ্চলের মানুষেরা।

 

কুড়িগ্রামে প্রচণ্ড শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় বাড়ছে রোগ-ব্যাধি। গত একসপ্তাহের ব্যবধানে কুড়িগ্রাম সদর হাসপাতালে বিভিন্ন রোগে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১১ জনের মৃত্যু হয়েছে।  

সোমবার (০৮ জানুয়ারি) কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিস জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।  

আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, এটাই চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা।  

কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শাহীনুর রহমান সরদার শিপন বাংলানিউজকে জানান, চলতি মাসের ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত এই হাসপাতালে শীতের সময় বিভিন্ন রোগে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে বেশিরভাগই শিশু। শীত তাড়ানোর জন্য আগুনে হাত গরম করা হচ্ছেতিনি জানান, সোমবার ১৮০ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে শিশু ওয়ার্ডে ৩১  এবং ডায়রিয়া ওয়ার্ডে ১৮ শিশু রয়েছে। শীতের কারণে শিশু-বৃদ্ধ রোগীর সংখ্যা বাড়ছে।  

তবে কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনোয়ারুল হক প্রামাণিক বলেন, গত এক সপ্তাহে হাসপাতালে মারা যাওয়া ১১ রোগীর মধ্যে ২ জন বয়স্ক। হার্ট ও শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তাদের। বাকিরা শিশু।
 
কুড়িগ্রাম জেলার ত্রাণ ও পুনবার্সন কার্যালয়ের কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, চলতি শীত মোকাবেলায় ত্রাণ বিভাগ থেকে ৯টি উপজেলায় ৫৭ হাজার কম্বল সরবরাহ করা হয়েছে। যেগুলো বিতরণের প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
এফইএস/এমএ
** তাপমাত্রাকমে ২.৬ ডিগ্রিতে, থাকবে আরো দু’দিন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।