সোমবার (৮ জানুয়ারি) উজানটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জল করিম বাদী হয়ে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তথ্য প্রযুক্তি আইনে মামলাটি দায়ের করেন।
মামলাটি আমলে নিয়ে পেকুয়া থানা পুলিশকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া নির্দেশ দিয়েছেন আদালত বলে বাংলনিউজকে নিশ্চিত করেছেন কক্সবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা শাহাজাহান নুরী।
মামলা সূত্র জানা যায়, পেকুয়া সদর ইউনিয়নের বিলহাছুরা এলাকার আশরাফ মিয়াঁর ছেলে নাজিম উদ্দিন ও উজানটিয়া ইউনিয়নের পেকুয়ারচর এলাকার আকতারের ছেলে জালাল উদ্দিন সম্প্রতি মামলার বাদী ও আওয়ামী লীগ নেতা তোফাজ্জল করিমের ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য প্রচার করেন। এতে তার যথেষ্ট মানহানি হয়েছে। তাই তিনি জড়িতদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়েছেন।
বাদী তোফাজ্জল করিম বাংলানিউজকে বলেন, নাজিম ও জালাল সংবাদকর্মী পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য প্রচার করে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের মানহানি ও অর্থ আদায় করেন। তাদের বিরুদ্ধে হত্যা, অপহরণ ও চাঁদাবাজীসহ একাধিক মামলা রয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি
নাজিম উদ্দিন বাংলানিউজকে বলেন, আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল করিমের বিরুদ্ধে আমি একাধিক প্রতিবেদন করেছি। এ কারণে তিনি ক্ষিপ্ত হয়ে এ মামলা দায়ের করেন।
এ বিষয়ে জালাল উদ্দিন বাংলানিউজকে বলেন, অন্যায় অনিয়মের বিরুদ্ধে সংবাদকর্মীর লিখনিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপপ্রয়াস হলো এ মামলা। আশাকরি তারা কোনোভাবে সফল হবে না। সত্যের জয় সুনিশ্চিত।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বাংলানিউজকে বলেন, আদালতের নির্দেশের কোনো কাগজপত্র এখনো থানায় আসেনি।
কাগজপত্র পেলে আইনগতভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
টিটি/জিপি