ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

ঝালকাঠি: শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি। 

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির উদ্যোগে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির উপজেলা শাখার সভাপতি আবু বকর শিকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নেতা তোফাজ্জেল হোসেন, লস্কর মো. মাসুদ, শিক্ষক শ্যামল সরকার প্রমুখ।

এ সময় বক্তারা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, শিক্ষক-কর্মচারীদের পাঁচ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতাসহ ১১ দফা বাস্তবায়নের দাবি জানান। এ দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। যা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়া‌রি ০৯, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।