ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কাওছার (২৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে পাথরঘাটা বঙ্গবন্ধু রিভারভিউয়ে উন্নয়নমূলক কাজের সময় এ দুর্ঘটনা ঘটে। কাওছার পাথরঘাটা পৌরসভার ৭নং ওয়ার্ডের রাজমিস্ত্রি মো. আবুল কালামের ছেলে।

পাথরঘাটা কলেজের একাদশ শ্রেণির ছাত্র মো. ইয়াছিন বাংলানিউজকে জানান, দুপুরে বিষখালী নদী সংলগ্ন বঙ্গবন্ধু রিভারভিউয়ের উন্নয়নমূলক কাজ করছিলেন কাওছার। এসময় বিষখালী নদী থেকে বৈদ্যুতিক সেচ পাম্পের মাধ্যমে পানি উঠাতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।