ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চলচ্চিত্র ও প্রকাশনার মাধ্যমে অপসংস্কৃতি দূর করুন 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
চলচ্চিত্র ও প্রকাশনার মাধ্যমে অপসংস্কৃতি দূর করুন  চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তারানা হালিমের বৈঠক/ছবি: বাংলানিউজ

ঢাকা: তথ্য মন্ত্রণালয়ের অধীনে নির্মিত চলচ্চিত্র ও প্রকাশনাগুলোকে সমাজের কুসংস্কার ও অপসংস্কৃতি দূর করতে ব্রতী হতে হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে তার দফতরে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তিনি একথা বলেন।
 
তারানা হালিম বলেন, একটি অসাম্প্রদায়িক, ডিজিটাল, আধুনিক বাংলাদেশ গড়তে নিরলস কাজ করছে শেখ হাসিনার সরকার।

এখানে ধর্মান্ধতা, কুসংস্কার ও অপসংস্কৃতির কোনো স্থান নেই।
 
তিনি বলেন, সাম্প্রদায়িক জঙ্গিবাদী অপশক্তির অপপ্রচার থেকে দেশবাসীকে রক্ষা করতে চলচ্চিত্র ও প্রকাশনার গুরুত্ব অপরিসীম। আর এ কাজে তথ্য মন্ত্রণালয় ও এর সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আধুনিক অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
 
তথ্যসচিব নাসির উদ্দিন আহমেদ এবং দু’সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।