ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
রাজশাহীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

রাজশাহী: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

দিবসটি উপলক্ষে বুধবার (১০ জানুয়ারি) সকালে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের পাশে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

এ সময় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুল হুদা রানা, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চু, মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকারসহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এদিকে, মহানগর ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরাও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। লক্ষ্মীপুর মোড়ে সকালে তারা শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।