ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুক্তিযুদ্ধের গল্প শুনলো ৫ শতাধিক ছাত্র

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
মুক্তিযুদ্ধের গল্প শুনলো ৫ শতাধিক ছাত্র মুক্তিযুদ্ধের গল্প শোনো’ অনুষ্ঠানে অতিথিরা-ছবি-বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীতে মুক্তিযুদ্ধের গল্প শুনলো স্কুল ছাত্ররা। রাজশাহী গভ. ল্যাবরেটরি হাই স্কুলে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় তাদের গল্প শোনানো হয়। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে ‘মুক্তিযুদ্ধের গল্প শোনো’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে রাজশাহী গভ. ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী।

এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবু আহাম্মদ আল মামুন, এডিসি (সদর) মোছা. শিরিন আক্তার জাহান। এছাড়া ল্যাবরেটরি হাই স্কুলের প্রায় পাঁচশতাধিক ছাত্র উপস্থিত ছিল।  

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা তাদের মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতাকে শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও সমাজের জন্য কাজ করার পরামর্শ দেন। এ সময় মুক্তিযুদ্ধের ওপর নির্মিত ডকুমেন্টরি প্রদর্শন করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক নাচ, গান, কবিতা, আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতা হয়।
তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ মাহাবুবর রহমান এ উদ্যোগ নিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এসএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।