ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আলোর ঝলকানিতে মোহনীয় সন্ধ্যা...

ইসমাইল হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
আলোর ঝলকানিতে মোহনীয় সন্ধ্যা... কুয়াশাচ্ছন্ন রাতে আর্মি স্টেডিয়াম থেকে রঙিন বাতির রশ্মি ছড়িয়ে যাচ্ছে দূর আকাশে। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাত পেরোলেই ঢাকাবাসীকে মাতাতে আসছেন জনপ্রিয় শিল্পীরা। সাফল্যগাঁথা প্রচার হবে গানে গানে। আলোর ঝরনাধারায় ফুটবে সারা মাঠ। সেই প্রস্তুতিও শুরু। কুয়াশাচ্ছন্ন রাতটি হয়েছে মোহনীয়।

রাজধানীর রাজপথের পাশে আর্মি স্টেডিয়ামে রাত পোহালেই সরকারের চার বছরের উন্নয়ন ও সাফল্যগাঁথাকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপন করা হবে।

আগের দিন বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যার পরই কুয়াশাচ্ছন্ন রাতে রঙিন বাতির রশ্মি ছড়িয়ে যাচ্ছে দূর আকাশে।

রাজপথের পাশের ল্যাম্পপোস্টের অালো সেখানে মেনেছে হার।

সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে আর্মি স্টেডিয়ামে শুক্রবার (১২ জানুয়ারি) বিকেল ৪টা থেকে শুরু হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত সাড়ে ১১টায় নামবে পর্দা।

দেশবরেণ্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। সংসদ সদস্য মমতাজ, ব্যান্ড শিল্পী জেমস, বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পী ছাড়াও প্রখ্যাত ব্যান্ডদল দলছুট, চিরকুট, সোলস গান পরিবেশন করবে আয়োজনে।

দুপুর ২টা থেকে আর্মি স্টেডিয়ামের প্রবেশ ফটকগুলো খুলে দেওয়া হবে। বন্ধ করে দেওয়া হবে সন্ধ্যা ৭টার পর।

‘পিতার স্বপ্নে কন্যার আহ্বানে কোটি মানুষের মিছিল চলেছে মুক্তির অভিযানে’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে চার বছর পূর্তি উদযাপন করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দফতর ও সংস্থার উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকাণ্ডের প্রামাণ্যচিত্র অনুষ্ঠানস্থলে স্থাপিত বড় পর্দায় প্রদর্শন করা হবে।   

বিশৃঙ্খলা এড়াতে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনলাইনে (www.fourthyearcelebration.com) বিনামূল্যে নিবন্ধন করতে হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। প্রথম নিবন্ধন করা ৩০ হাজার জন অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। তবে জায়গা বিবেচনা করে আরও দর্শক প্রবেশ করানো হবে।

অনুষ্ঠানটি বিটিভি ওয়ার্ল্ড ছাড়াও বেসরকারি টেলিভিশনে সম্প্রচার হবে।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।