ঢাকা, শনিবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

মেহেরপুরে ডাকাতি মামলায় ৭ জনের দণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৭, জানুয়ারি ১১, ২০১৮
মেহেরপুরে ডাকাতি মামলায় ৭ জনের দণ্ড

মেহেরপুর: মেহেরপুরে ডাকাতি মামলায় দুইজনের ১০ বছর করে ও ৫ জনের পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মেহেরপুর শহরের গোরস্থানপাড়া এলাকার জহির উদ্দিনের ছেলে ছোট কালু, রিজল শেখের ছেলে খাদেমুল ইসলাম, আব্দুল আলীর ছেলে আজিমুল আলী, ফোরকান বিশ্বাসের ছেলে মিলন বিশ্বাস, মজিদ আলীর ছেলে রিপন আলী, কবির আলীর ছেলে স্বপন আলী ও অনু মল্লিকের ছেলে ভোদা আকালী।

২০১১ সালের ৩ আগস্ট মেহেরপুর শহরের সাইফুল ইসলামের বাড়িতে ডাকাতির মামলায় তাদের এ দণ্ড দেওয়া হয়।

মামলায় রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এসএম রুস্তুম আলী এবং আসামিপক্ষে অ্যাডভোকেট রফিকুল ইসলাম ও কামরুল হাসান দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।