মাছ ব্যবসায়ী আব্দুল আজিজ বাংলানিউজকে বলেন, ৬৮ হাজার টাকায় মাছটি কিনেছেন তিনি। আর ওই মাছ সাগর থেকে বড়শিতে ধরেছেন শাহ দ্বীপের মিস্ত্রিপাড়ার হাফেজ আহমদের মালিকানাধীন ট্রলারের জেলেরা।
তিনি বলেন, সেন্ট মার্টিনে এখন দেশি-বিদেশি পর্যটকে ভরপুর। তাই মাছটি দ্বীপের হোটেলগুলোতে বিক্রয় করবেন। রোববার (১৪ জানুয়ারি) মাছটি কেটে প্রতি কেজি ৮৫০ টাকা দরে বিক্রি করবেন। এরই মধ্যে বিভিন্ন হোটেলের মালিক ও স্থানীয়রা ৬৭ কেজি মাছ কিনতে আগাম টাকা দিয়ে রেখেছেন।
সেন্ট মার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক ছৈয়দ আলম বাংলানিজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি মৌসুমে জেলেদের বড়শিতে আটকা পড়েছে একটি বড় ভোল মাছ। গত পাঁচবছর আগে একটি ৪ মণ ওজনের মাছ ধরা পড়েছিলো।
বড়শিতে বড় মাছ আটকা পড়ার খবরটি পযর্টকরা শুনে অনেকে দেখতে ভিড় করছেন। আর মাছের সঙ্গে সেলফি তুলছেন। ভোল মাছ খেতে খুবই সুস্বাদু। তাই নিজেও দুই কেজির আগাম টাকা দিয়ে রেখেছেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
জিপি