ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১১ দফা দাবিতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
১১ দফা দাবিতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন মানববন্ধনে ‘শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটি’র নেতারা/ ছবি: বাংলানিউজ

ঢাকা: ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৯টি শিক্ষক-কর্মচারী সংগঠনের সমন্বয়ে গঠিত ‘শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটি’ মানববন্ধন করেছে।

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হক।


 
মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক, বাংলাদেশ কলেজ- বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নূর মোহাম্মদ তালুকদার, শিক্ষক নেতা অধ্যক্ষ এমএ আউয়াল, মো. আজিজুল ইসলাম, অধ্যক্ষ এমএ সাত্তার প্রমুখ।  

১১ দফা দাবিগুলো হলো- শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদেরও সব ভাতা দিতে হবে, অনুপাত প্রথা বিলুপ্তি করে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতি দিতে হবে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষকদের মতো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষকদের বেতন স্কেল দিতে হবে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পূর্ণাঙ্গ পেনশন চালু করতে হবে, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্ত করতে হবে, ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী জিডিপির ৬ শতাংশ এবং জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দ রাখতে হবে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের চাকরি বিধিমালা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে, শিক্ষা সংশ্লিষ্ট সব দফতরে বেসরকারি শিক্ষকদের ৩৫ শতাংশ প্রেষণে নিয়োগ দিতে হবে, কারিগরি শিক্ষা উন্নয়নে একটি কারিগরি ও ভোকেশনাল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে ও জাতীয় শিক্ষা নীতি ২০১০ বাস্তবায়ন ত্বরান্বিত করতে হবে।

মানববন্ধন শেষে সংগঠনের নেতারা ঢাকা বিভাগীয় কমিশনার এম বজলুল করিম চৌধুরীর কাছে স্মারকলিপি জমা দেন।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
এমএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।