ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

চুয়াডাঙ্গায় ভ্যানে ওড়না পেঁচিয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৭, জানুয়ারি ১৭, ২০১৮
চুয়াডাঙ্গায় ভ্যানে ওড়না পেঁচিয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় পাখি ভ্যানে ওড়না পেঁচিয়ে হাসিনা বেগম (৫৫) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। 

বুধবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভালাইপুর-গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত হাসিনা বেগম দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের মৃত সুজাদ আলীর স্ত্রী।

তিনি সদর উপজেলার মাখালডাঙ্গা হাইস্কুলের সহকারী শিক্ষিকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হাসিনা বেগম স্কুলছুটি শেষে পাখি ভ্যানে করে বাড়িতে ফিরছিলেন। এসময় ভ্যানের চাকার সঙ্গে তার ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগে। এতে তিনি গুরুতর অাহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।