ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অপতৎপরতা বন্ধ ও রো‌হিঙ্গা প্রত্যাবাসন নি‌শ্চিতের দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
অপতৎপরতা বন্ধ ও রো‌হিঙ্গা প্রত্যাবাসন নি‌শ্চিতের দাবি

ঢাকা: এন‌জিওদের অপতৎপরতা বন্ধ ও রো‌হিঙ্গা‌দের নিরাপদ প্রত্যাবাসন নি‌শ্চিত ক‌রতে হ‌বে। ত্রাণ বিতর‌ণে গিয়ে বি‌ভিন্ন এনজিও অ‌নিয়ম দুর্নী‌তি করছে। রোহিঙ্গা‌দের এন‌জিওকর্মী হি‌সে‌বে নিয়োগ দি‌য়ে প্রত্যাবাসন কার্যক্র‌মে ব্যাঘাত ঘটানো হ‌চ্ছে।

রোববার (২১ জানুয়া‌রি) দুপু‌রে ঢাকা রি‌পোর্টার্স ইউ‌নি‌টি মিলনায়ত‌নে রো‌হিঙ্গা সমস্যা নি‌য়ে আলোচনা সভায় বক্তারা একথা ব‌লেন। রো‌হিঙ্গা প্রত্যাবাসন ও স্ব‌দেশ চিন্তা ফাউ‌ন্ডেশন আ‌লোচনা সভার আয়োজন ক‌রে।

 

আলোচনায় বিচারপতি ও গণতদন্ত কমিশনের সদস্য সচিব শামসুদ্দিন হায়দার মানিক বলেন, রোহিঙ্গারা বাঙালি নয়। তারা আরাকানের অধিবাসী। তাদের সেখানে ফিরিয়ে নিতে হবে।  

বক্তারা বলেন, এ কাজে সরকারের দা‌য়িত্ব বে‌শি। এ দা‌য়িত্ব আরও ব্যাপকভাবে পালন কর‌তে হ‌বে। এন‌জিওগু‌লোর কা‌জে স্বচ্ছতার অভাব আ‌ছে। আবার কিছু এনজিও অসৎ রাজ‌নৈ‌তিক উদ্দেশ্য হা‌সিল কর‌তে চায়। সশস্ত্র জ‌ঙ্গিগো‌ষ্ঠী তৈরির ম‌তো অপতৎপরতার ঘটনাও অতী‌তে করেছে।  

আলোচনায় প্রেস কাউ‌ন্সি‌লের চেয়ারম্যান বিচারপ‌তি মমতাজ উ‌দ্দিন আহ‌মেদ ব‌লেন, রা‌ষ্ট্রের স্বা‌র্থবি‌রোধী যেসব এন‌জিও অপতৎপরতা চালাচ্ছে তা‌দের ছাড় দেওয়ার সু‌যোগ নেই। অসাধুচক্র সাম্প্রদা‌য়িক শ‌ক্তি হি‌সে‌বে আ‌ছে তেমনি ব্যক্তিস্বা‌র্থের লো‌ভে রো‌হিঙ্গা অসহায় নারী‌দের‌কে অসামা‌জিক কা‌জে ব্যবহার শুরু হ‌য়ে‌ছে।  

আ‌লোচনা সভায় আরও বক্তব্য রা‌খেন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, গণমাধ্যম ব্যক্তিত্ব ব্যারিস্টার জাকির আহমদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
এসএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।