ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় ২২ অসচ্ছল ব্যক্তিকে অনুদানের চেক বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
মাগুরায় ২২ অসচ্ছল ব্যক্তিকে অনুদানের চেক বিতরণ

মাগুরা: মাগুরায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসচ্ছল ও অসুস্থ ব্যক্তিদের জন্য বরাদ্দকৃত অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। 

রোববার (২১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার এমপি অনুদানের চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে ২২ জন অসচ্ছল ও অসুস্থ ব্যক্তির মধ্যে চিকিৎসা অনুদান বাবদ সর্বাচ্চো ৫০ হাজার ও সর্বনিম্ন ২০ হাজার টাকা হারে মোট সাত লাখ ৩০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।


 
জেলা প্রশাসক আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজাদ জাহান, সিভিল সার্জন ডা. মুনশী মো. ছাদুল্লাহ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) ছয়রুদ্দিন আহমেদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজুল আলম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।