ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

লেকহেড স্কুলের 'নিখোঁজ' মালিক ডিবির হাতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৮, জানুয়ারি ২১, ২০১৮
লেকহেড স্কুলের 'নিখোঁজ' মালিক ডিবির হাতে লেকহেড গ্রামার স্কুল

ঢাকা: রাজধানীর গুলশান এলাকা থেকে নিখোঁজ হওয়া লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেক হোসেন মতিনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২১ জানুয়ারি) বিকেল নাগাদ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করার কথা রয়েছে।

ডিবি পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (২০ জানুয়ারি) বিকেল ৪টায় গুলশান-১ এর ১৩৫ নম্বর রোডে অবস্থিত লেকহেড গ্রামার স্কুলের সামনে থেকে মতিন নিখোঁজ হয়েছেন উল্লেখ করে গুলশান থানায় একটি জিডি (নম্বর-১৩৭৮) করা হয়।

লেকহেডে স্কুলের মালিক ‘নিখোঁজ’, থানায় জিডি

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।