ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাটোরে উল্টে গিয়ে আগুন ধরে ভস্মীভূত মাইক্রোবাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
নাটোরে উল্টে গিয়ে আগুন ধরে ভস্মীভূত মাইক্রোবাস নাটোরে উল্টে গিয়ে আগুন ধরে ভস্মীভূত মাইক্রোবাস

নাটোর: নাটোরে উল্টে গিয়ে আগুন ধরে একটি মাইক্রোবাস ভস্মীভূত হয়েছে। তবে এ ঘটনায় মাইক্রোবাসের চার যাত্রী অক্ষত রয়েছেন।

রোববার (২১ জানুয়ারি) দুপুরে নাটোর-ঢাকা মহাসড়কের সদর উপজেলার গাজির বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে নাটোরগামী একটি মাইক্রোবাস গাজির বিল এলাকায় পৌঁছালে মাইক্রোবাসের সামনের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আগুন ধরে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই মাইক্রোবাসের চার যাত্রী চলে যান।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।