ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কম্বল বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
কুড়িগ্রামে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কম্বল বিতরণ কম্বল বিতরণ করা হচ্ছে শীতার্তদের মধ্যে/ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদ অববাহিকার চরাঞ্চলের শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ।

রোববার (২১ জানুয়ারি) দুপুরে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর ফেডারেশন মাঠে ৩শ’ এবং চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৩শ’ শীতার্তের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।

এসময় হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন মাস্টার, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনজুরুল ইসলাম মঞ্জু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কালেরকণ্ঠ শুভ সংঘের সভাপতি খন্দকার খায়রুল আনম, উলিপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তাফিজার রহমান ভুট্টু, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ইস্ট ওয়েস্ট মিডিয়ার দেওয়া কম্বল হাতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে হাতিয়া মেলা গ্রামের বৃদ্ধা সুরুতভান বেওয়া (৮০), অনন্তপুর গ্রামের খুকি বেগম (৫৫) বাংলানিউজকে বলেন, ‘জারের ঠ্যালায় কোনবালা বা জীবনটা যায় বাহে। তোমারগুল্যার কম্বল পায়া মনে হয় গাত উষুম (উষ্ণতা) পানু বাহে। কম্বলখান গাত দিয়া কয়দিন বাঁচা যাইবে। ’

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।