ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
লক্ষ্মীপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন বেলুন উড়িয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন

লক্ষ্মীপুর: ‘বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ’- স্লোগানে লক্ষ্মীপুরে উদ্বোধন হলো প্রাণিসম্পদ সেবা সপ্তাহ। 

এ উপলক্ষ্যে সোমবার (২২ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।  

র‌্যালিটি জেলা প্রাণিসম্পদ কার্যালয় এলাকা ও শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এরপর কালেক্টরেট ভবন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুল বাছেতের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও জেলা কমিনিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময় : ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।