ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে সরস্বতী পূজায় বিদ্যা-জ্ঞান-সমৃদ্ধি কামনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
রাজশাহীতে সরস্বতী পূজায় বিদ্যা-জ্ঞান-সমৃদ্ধি কামনা রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার (২২ জানুয়ারি) শুরু হ্য় বিদ্যাদেবী সরস্বতীর পূজা। ছবি-বাংলানিউজ

রাজশাহী: ভাঙবে যখন মিলনমেলা সাঙ্গ হবে খেলা
দেবী তখন পিত্রালয়ে ভাসাবেন নিজ ভেলা

রাজশাহীর বিভিন্ন শিক্ষাঙ্গনে সোমবার (২২ জানুয়ারি) ঘটা করে অনুষ্ঠিত হয়েছে বিদ্যার দেবী সরস্বতীর পূজা।

সকাল থেকে বাণী-অর্চনা আর উপচারের মধ্যে দিয়ে এদিন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেবী সরস্বতীর কাছে নিজের জন্য বিদ্যা, জ্ঞান-বুদ্ধি ও সমৃদ্ধি কামনা করেন।

সমৃদ্ধি লাভের প্রত্যাশায় শাস্ত্রীয় চর্চায় দেবীর অর্চনায় মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মণ্ডপগুলোতে এজন্য আলাদভাবে আয়োজন করা হয় সরস্বতী পূজার।

শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক ছাড়াও পূজামণ্ডপগুলোতে ভিড় জমান ভক্তরা। তাদের সকলের পদচারণায় পূজামণ্ডপগুলো যেন পারিবারিক মিলনমেলায় পরিণত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজের হিন্দু হোস্টেল প্রাঙ্গণ, ভোলানাথ স্কুল, রাজশাহী মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রাবাসে আজ পূজার আয়োজন করা হয়।  প্রতিষ্ঠানগুলোতে বিদ্যাদেবী সরস্বতীর পূজা অর্চনা শেষে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।

এছাড়াও মহানগরের বিভিন্ন মন্দির, মণ্ডপ ছাড়াও হিন্দু সম্প্রদায়ের মানুষদের অনেকের বাড়িতেও অনুষ্ঠিত হয় দেবী স্বরস্বতীর পূজা। ভক্তরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু ও সৌহার্দপূর্ণ পরিবেশ এবং মুক্ত জ্ঞানচর্চার পরিবেশ কামনা করেন দেবী সরস্বতীর কাছে। পূজা অর্চনা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিরতণ করা হয়।
বাংলাদেশ সময়: ১২৫০  ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
এসএস/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।