ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
পাথরঘাটায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩ ‘বন্দুকযুদ্ধে’ নিহত তিন দস্যুর মরদেহ/ছবি: বাংলানিউজ

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের মাঝেরচর এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দস্যু মুন্না বাহিনীর প্রধানসহ তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- দস্যু বাহিনীর প্রধান স্বপন প্যাদা ওরফে মিজান উদ্দিন প্যাদা, লিটন খন্দকার ও সাগর খান। তবে নাম জানা গেলেও তারা কোন এলাকায় বাসিন্দা তা জানাতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনার সদস্যরা।

বুধবার (২৪ জানুয়ারি) ভোরে উপজেলার পদ্মা গ্রামের সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদের মাঝেরচরে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

বরিশাল র‌্যাব-৮ এর উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব বাংলানিউজকে জানান, সুন্দরবনের বলেশ্বর নদের মাঝের চরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দস্যু মুন্না বাহিনীর প্রধান স্বপন প্যাদাসহ তিনজন নিহত হয়েছেন। এসময় দু’টি একনলা বন্দুক, একটি কাটা রাইফেল, চারটি পাইপগান, পাঁচ দেশীয় অস্ত্র ও ৩৮ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. নজরুল ইসলাম জানান, মরদেহ পাথরঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। র‌্যাব-৮ বাদি হয়ে পাথরঘাটা থানায় অস্ত্র ও সরকারি কাজে বাধাঁ দেওয়ার অপরাধে মামলা করবে বলে জানা গেছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ