ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীর ভাসানটেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
রাজধানীর ভাসানটেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর ভাসানটেক এলাকায় তাজুল ইসলাম (৪০) নামে এক রিকশাচালককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আল আমিনসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ভাসানটেক লালসরাই এলাকার হাসেমের বাড়ির সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তাজুল কিশোরগঞ্জের তাড়াইল এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

ভাসানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহমেদ বাংলানিউজকে জানান, তাজুল ইসলাম ও আল আমিনের মালিকানাধীন একটি রিকশা ছিল। সেই রিকশার ভাড়া নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে আল আমিন, ইদ্রিস ও ‍আরো কয়েকজন মিলে মঙ্গলবার রাতে ১৫ নম্বর লালসরাই এলাকার জাহাঙ্গীরের বস্তিতে ত‍াজুল ইসলামকে মারধর ও কুপিয়ে জখম করে।

এসময় খবর পেয়ে তাজুলের আত্মীয় আবুল বাশারসহ কয়েকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, তাজুলের শরীরে ধারালো অস্ত্রে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ২৪ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।