ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
লালমনিরহাটে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীসহ আটক ২

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে স্ত্রীসহ দুইজনকে আটক করে পুলিশ।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞ‍াসাবাদ করছে থানা পুলিশ।

এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে নিজ বাড়ি থেকে স্বামী হামিদার রহমানের (৪০) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার সকালে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নিহত হামিদার রহমান পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের সরকারেরহাট এলাকার সাহানাদ হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হামিদার রহমানের স্ত্রী মনোয়ারা বেগমের (৩৫) সঙ্গে প্রতিবেশী জহর আলীর ছেলে সিরাজুল ইসলামের পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও তাদের প্রেম চলতেই থাকে।  
এ ঘটনায় গত মঙ্গলবার সকালে হামিদার রহমান তার স্ত্রী মনোয়ারা বেগমকে গালি গালাজ করেন। ওই ঘটনার জের ধরে সন্ধ্যায় মনোয়ারা বেগম ও তার প্রেমিক সিরাজুল ইসলামসহ কয়েকজন হামিদার রহমানকে তার বাড়িতে দা দিয়ে গলা কেটে  হত্যা করেন।

পরে তারা এ হত্যাকাণ্ডকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ হামিদার রহমানের স্ত্রী মনোয়ারা বেগম ও প্রতিবেশী কান্দুরা শেখের ছেলে খতিবর রহমানকে আটক করে।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, পরকীয়া প্রেমের কারণেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর পাশাপাশি এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্ত্রীসহ দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো বিষয়টি তদন্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।    

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ২৪ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।