ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৬১ লাখ আনসার সদস্য দেশসেবা করছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
৬১ লাখ আনসার সদস্য দেশসেবা করছেন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: ৬১ লাখ আনসার সদস্য দেশ সেবা করছেন। এ বিশাল জনগোষ্ঠীকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হলে দেশ উন্নত ও ডিজিটাল হবে।

বুধবার (২০ জানুয়ারি) সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বাগেরহাট জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খুলনা রেঞ্জের পরিচালক মো. আকবর আলী এসব কথা বলেন।

তিনি বলেন, আনসার সদস্যরা সব সময় সরকারের কাজে সহযোগিতা করছেন।

এ সেবামূলক কাজের মান বৃদ্ধির জন্য আমরা প্রতিনিয়ত প্রশিক্ষণের ব্যবস্থা করছি। আরও বেশি সংখ্যক মানুষকে আনসার ভিডিপি’র অন্তর্ভুক্ত করার মাধ্যমে দেশকে উন্নত দেশে পরিণত করা হবে।

শহরের মুনিগঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কার্যালয়ে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নার্গিস পারভীন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাইফুজ্জামান খান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক এফএম বদিউজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ডেন্ট আবু সাইদ।

সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা কমান্ডার ও ইউনিয়ন দলনেতাসহ ৩ শতাধিক আনসার সদস্য অংশ নেন।

সমাবেশ শেষে এক বছরে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ১৫ আনসার সদস্যকে উপহার সামগ্রী দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।