ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

করদাতার সংখ্যা ৩১ লাখ, এটা লজ্জার

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
করদাতার সংখ্যা ৩১ লাখ, এটা লজ্জার

সংসদ ভবন থেকে: ১৬ কোটি মানুষের দেশে মাত্র ৩১ লাখ করদাতা থাকা অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ২০২১ সালের মধ্যে এই সংখ্যা ৫০ লাখে উন্নীত করার চেষ্টা বলছে বলেও জানান তিনি।

বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য শামসুল হক চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।
 
অর্থমন্ত্রী বলেন, কর এর জাল বিস্তারের জন্য আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

কিন্তু দীর্ঘদিন হলো এর কোনো ফলপ্রসূ সুফল পাইনি। অধুনা কর প্রদানে উৎসাহ বেড়েছে। দুই বছর আগেও করদাতা ছিল ১৪ লাখ, এখন সেই সংখ্যা ৩১ লাখে উন্নীত হয়েছে। এখানে আমরা যে খুব বেশি অবদান রাখছি তা নয়।
 
তিনি আরো বলেন, তবে আমাদের দু’টি অবদান বলা যেতে পারে। আগে হয়রানির যে অভিযোগ ছিল সেই অভিযোগ মোটামুটি নিয়ন্ত্রণ করেছি। আগে কর অফিসে গেলে মানুষ ভয় পেতো, সেটা আর এখন নেই। এখন কর যারা আদায় করেন তারাও মানুষ। এরপর করদাতার সংখ্যা বেড়েছে। কিন্তু ১৬ কোটি মানুষের দেশে এই ৩১ লাখ করদাতা, এটা লজ্জার বিষয়। অন্ততপক্ষে ১৬ কোটি মানুষের দেশে ১ কোটি ৬০ লাখ করদাতা হওয়া উচিত।
 
অর্থমন্ত্রী বলেন, আমি টার্গেট করেছি ২০২১ সালের মধ্যে করদাতার সংখ্যা ৫০ লাখে উন্নীত করার। সেজন্য প্রয়োজন বিভিন্ন ধরনের জরিপ। আমরা প্রথমে ঢাকায় ছাত্র-ছাত্রী পাঠিয়ে জরিপ করে যারা কর প্রদানে সক্ষমদের বিভিন্ন জনকে কর দেওয়ার নোটিশ দেবো। সেটা পরবর্তীতে জেলায়ও প্রসার করা হবে। কর মেলা করা হয়। মেলায় ভালো করও আদায় হয়। এজন্য নভেম্বরের শেষ সপ্তাহে কর আদায়ে মেলা করি।  
 
***সংসদে সুশীলদের সমালোচনায় প্রধানমন্ত্রী
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এসএম/এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।