ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রক্রিয়া জটিল হওয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসনে বিলম্ব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
প্রক্রিয়া জটিল হওয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসনে বিলম্ব

রাজশাহী: রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, প্রক্রিয়াটি অনেক জটিল হওয়ায় কিছুদিন দেরিতে শুরু হচ্ছে। তবে খুব শিগগিরই তা শুরু হবে। আর প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হলে আগামী দুই বছরের মধ্যেই শেষ হবে।

রাজশাহীর চারঘাটে একটি স্কুলের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ কথা বলেন।  

বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে রাজশাহীর চারঘাট উপজেলার চৌমুহনী সালেহা শাহ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে কোনো ছাত্র-ছাত্রীকে আর লাইনে দাঁড়িয়ে বই নিতে হয় না। বছরের প্রথম দিনেই এখন শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের শিক্ষাখাতের সুষম উন্নয়নের ব্যবস্থা করেছেন।  
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে শিক্ষা ব্যবস্থায় বিপ্লব ঘটিয়েছেন। যা অতীতে কোনো সরকার পারেনি। বিএনপি-জামায়াত কেবল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে, এখনও করছে। কিন্তু তাদের সেই চেষ্টা সফল হবে না। আর এজন্য সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।  

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আগামী দিনে নৌকার গণজোয়ার সৃষ্টি করতে হবে। এজন্য অতীতের রাগ-অনুরাগ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে  হবে।  

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মুখতার হোসেন, দৈনিক সানশাইন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ইউনুছ আলী, সরদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, উপজেলা যুবলীগের সাধরণ সম্পাদক নাজমুল হক প্রমুখ।  

এরপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপজেলার ইউসুফপুর কৃষি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানেও প্রধান অতিথির বক্তব্য দেন।

মিয়ানমারে নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার কথা ছিলো ২৩ জানুয়ারির মধ্যেই। তবে মঙ্গলবার সেই তারিখ পেরিয়ে গেলেও প্রক্রিয়া শুরু হয়নি।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।