ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পরীক্ষা কেন্দ্র বহাল রাখার দাবি শিক্ষার্থীদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
পরীক্ষা কেন্দ্র বহাল রাখার দাবি শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র বহাল রাখার দাবি শিক্ষার্থীদের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া: পরীক্ষা কেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের শিক্ষার্থীরা।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে  শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন-আইন কলেজের শিক্ষার্থী জামাল হোসেন, জুয়েল রায়,  নয়ন চন্দ্র রায়, সানজিদা শিকদার লিটা, রাবেয়া আক্তার কাকন, জয়া খান, শামসুন্নাহার জেনিসহ প্রমুখ।

এ সময় বক্তারা আইন কলেজের পরীক্ষা কেন্দ্র যাতে ব্রাহ্মণবাড়িয়াতে পূনর্বহাল করা হয় সে দাবি জানিয়ে তারা বলেন, ঢাকা গিয়ে পরীক্ষা দেওয়া শারীরিক, মানসিক ও অর্থনৈতিক ভাবে অনেক কষ্টকর। সেজন্য তারা সংশিষ্ট কৃর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের এলএলবি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র ঢাকায় স্থানান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ২৬ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।