ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নালিতাবাড়ীতে নারীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
নালিতাবাড়ীতে নারীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় রোকসানা (২৮) নামে এক নারীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জানুয়ারি) উপজেলার রাজনগর ইউনিয়নের চাদঁগাও পালপাড়া উত্তরবন্দ এলাকার বোরো ক্ষেত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

রোকসানা ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত সিরাজ আলীর মেয়ে।

তিনি স্বামী পরিত্যক্তা অবস্থায় নয় বছর বয়সী এক মেয়েকে নিয়ে তার মা জেলেখার কাছে থেকে একটি চালকল মিলের চাতাল শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে ১৭ জানুয়ারি নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের চাদঁগাও পালপাড়া গ্রামের মৃত আ. খালেকের ছেলে মো. মাসুদ মিয়া (৩০) কাজ দেয়ার কথা বলে রোকসানাকে তার গ্রামের বাড়ি বনগাওঁ নিয়ে যান এবং স্থানীয় জিয়ারুলের ধান ভাঙার মিলে কাজ দেন।  রাতে রোকসানা বাড়ি না ফেরায় তার মা জেলেখা ওই মিলে গিয়ে জানতে পারেন রোকসানা মিলে যাননি। রোকসানাকে না পেয়ে এরপর দিন তার মামা গ্রাম পুলিশ তোফাজ্জল হক ঝিনাইগাতী থানায় মাসুদের বিরুদ্ধে অপহরণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। ২৪ জানুয়ারি পুলিশ খবর পায় চাদঁগাও গ্রামের বন্দে একটি মরদেহ পড়ে অাছে। তবে পুলিশ যাওয়ার অাগে সেই মরদেহটি গুম হয়ে যায়। ২৫ জানুয়ারি ভোরে মাসুদের মামা মো. মজিবর রহমান, ইসমাইল হোসেন ও মোতালেব একটি ক্ষেতে বোরধান রোপন করছে দেখে গ্রাম পুলিশ মানিক মিয়া ও স্থানীয় ইউপি সদস্য আফছর আলীর সন্দেহ হয়। পরে ওই ক্ষেত তল্লাশি করে মাটিতে পুঁতে রাখা অবস্থায় রোকসানার দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সরোয়ার হোসেন বাংলানিউজকে জানান, রোকসানার মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।