ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে কষ্টি পাথরের শিব লিঙ্গ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
বাগেরহাটে কষ্টি পাথরের শিব লিঙ্গ উদ্ধার উদ্ধারকৃত কষ্টি পাথরের শিব লিঙ্গ

বাগেরহাট: বাগেরহাটে পরিত্যাক্ত অবস্থায় কষ্টি পাথরের একটি শিব লিঙ্গ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬-এর সদস্যরা।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে জেলার মোড়েলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের দাষখালি খাল থেকে ১৮ কেজি ওজনের এ শিব লিঙ্গটি উদ্ধার করা হলেও সন্ধ্যা সাড়ে ৬টায় র‌্যাবের পক্ষ থেকে সাংবাদিকদের অবহিত করা হয়।

র‌্যাব-০৬ এর লেফটেন্যান্ট কমান্ডার জাহিদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ওই এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় শিব লিঙ্গটি উদ্ধার করা হয়।

এটির মূল্য প্রায় ১৮ কোটি টাকা।

রোববার (২৮ জানুয়ারি) সকালে খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে শিব লিঙ্গটি হস্তান্তর করা হবে বলে জানান এ কর্মকর্তা।
 
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ২৬ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।