বৃহস্পতিবার (০১ নভেম্বর) বিকেল ৫টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের চিঠি গ্রহণ করেন দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।
সংসদ ভেঙে দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় এ জোট।
আওয়ামী লীগ অফিসে চিঠি নিয়ে যান সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, আব্দুল্লাহেল কাফি, বাসদ নেতা খালেকুজ্জামান লিমন ও বিপ্লবী ওয়ার্কার্স পাটি নেতা আকবর খান।
চিঠি প্রসঙ্গে রুহিন হোসেন প্রিন্স বাংলানিউজকে বলেন, আমরা অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই। কালো টাকা ও পেশিশক্তি মুক্ত নির্বাচন চাই। সংলাপে সংসদ ভেঙে দিয়ে ইসি পুনর্গঠনের দাবি জানাবো প্রধানমন্ত্রীকে।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
এসকে/এমআইএস/এমজেএফ