ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ-ভারতের সম্পর্ক অটুট থাকবে: শ্রিংলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
বাংলাদেশ-ভারতের সম্পর্ক অটুট থাকবে: শ্রিংলা যশোরেশ্বরী মন্দিরে পূজা দেন হর্ষবর্ধন শ্রিংলা। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ভারত-বাংলাদেশ অকৃত্রিম বন্ধু। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের সম্পর্ক অটুট থাকবে।

রোববার (০৪ নভেম্বর) দুপুরে সাতক্ষীরার শ্যামনগরের রাজা প্রতাপাদিত্যের ঐতিহ্যবাহী যশোরেশ্বরী মন্দির পরিদর্শনকালে সেখানে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

এরআগে, বেলা ১১টায় শ্রিংলা সাতক্ষীরা সার্কিট হাউজে পৌঁছান।

এ সময় জেলা মন্দির সমিতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠন তাকে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে দুপুরে তিনি শ্যামনগরের ঈশ্বরীপুরে বার ভুইয়াদের অন্যতম রাজা প্রতাপাদিত্য স্থাপিত যশোরেশ্বরী মন্দির পরিদর্শনে যান। এ সময় তিনি সেখানে পূজা দেন। পরে তিনি দেবহাটার ভারত সেবাশ্রম প্রণব মঠ পরিদর্শন করেন।

সফরকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, ভারতীয় হাইকমিশনের সেক্রেটারি রাজেশ ইউক, শিশির কোটারি ও নবনীতা চক্রবর্তী।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।