ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিবচরে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
শিবচরে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাদারীপুর: ভেজালবিরোধী অভিযান চালিয়ে মাদারীপুরের শিবচর উপজেলার তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (৫ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও ভোক্তা অধিদফতর মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।

অভিযানে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফজলুল হকসহ শিবচর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলানিউজকে জান্নাতুল ফেরদৌস জানান, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে শিবচর ৭১ সড়কে হোটেল আল রিফাতকে তিন হাজার, হোটেল কার্তিক রুদ্রকে তিন হাজার ও হোটেল ভাই ভাইকে এক হাজার টাকাসহ মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।