সোমবার (৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। ৫টি বিভাগের চ্যাম্পিয়ন ও রানার-আপদের নিয়ে অনুষ্ঠিত সমাপনী পর্বে জয়ী হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল (বুটেক্স) এবং রানার-আপ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন অর্থপ্রতিমন্ত্রী এমএ মান্নান।
‘অমূল্যায়িত সেবামূলক কাজের মূল্যায়ন, স্বীকৃতি ও পুনর্বন্টন:নীতি ও রাজনৈতিক ইশতিহারের পর্যালোচনা’ শীর্ষক একটি গবেষণাপত্র তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মফিজুর রহমান।
বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও মাসিক উত্তরণের সম্পাদক এবং প্রকাশক নূহ উল আলমলেনিন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভলপমেন্ট স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ।
অর্থপ্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, গৃহস্থালির সেবামূলক কাজের স্বীকৃতি ও মূল্যায়ন নিয়ে কাজ করা জরুরি। নারীর ক্ষমতায়ন অর্জন করতে পারলে স্বীকৃতি ও মূল্যায়ন অর্জনের কাজটিও সহজ হয়ে আসবে।
অধ্যাপক মফিজুর রহমান বলেন, বাংলাদেশে একজন নারী তার জীবনের প্রায় ১২ বছর রান্না ঘরে কাটিয়ে দেন। পুরুষের তুলনায় বেশি সময় কাজ করার কারণে নারীরা অর্থনেতিক কাজে যুক্ত হতে পারেন না। মানসিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েন, বাধাগ্রস্ত হয় নারীর ক্ষমতায়ন।
ফারাহ কবির বলেন, কোনো নির্দিষ্ট জনগোষ্ঠী বিশেষ করে নারীদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব না। তাই গৃহস্থালি সেবামূলক কাজের স্বীকৃতি, মূল্যায়ন ও পুনর্বন্টনের জন্য নীতিগত পর্যায় থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে পরিবর্তন আনতে হবে। বাস্তবতা হলো আমাদের দেশের কোনো আইন নীতি কিংবা রাজনৈতিক দলিলে এ বিষয়ে করণীয় বা অঙ্গীকার নেই। যা সমস্যাটিকে জিইয়ে রাখছে।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এসকেবি/আরবি/