ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জামালপুরে দম্পতিকে তুলে নিয়ে গেলো কারা?

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
জামালপুরে দম্পতিকে তুলে নিয়ে গেলো কারা?

জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলার মধ্যেরচর গ্রাম থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তুহিন সরকার ও তার স্ত্রী নাছরিন আক্তার রুমিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন স্বজনরা। তবে এ বিষয়ে মেলান্দহ থানা ‘কিছু জানে না’ বলে জানানোয় উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করেছে দম্পতির পরিবার।

গত রোববার (৪ নভেম্বর) বিকেলে নিজেদের বাড়ি থেকে ছেলে ও তার বউকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ তুহিনের বাবা বিএডিসির অবসরপ্রাপ্ত কর্মচারী মফিজ উদ্দিন সরকারের।

তিনি বাংলানিউজের কাছে অভিযোগ করেন, রোববার বিকেলে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারী কিছু নারী ও পুরুষ তুহিন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে যায়।

এ সময় রাস্তায় দু’টি পিকআপ ভ্যানে পুলিশ লেখা ছিল। দু’জনকে কেন নিয়ে যাওয়া হচ্ছে প্রশ্ন করা হলে কোনো জবাব না দিয়ে উল্টো হুমকি দেন সেই পরিচয়ধারীরা। বিষয়টি মেলান্দহ থানা পুলিশকে অবহিত করা হলে তারা এ বিষয়ে কিছুই জানেন না বলে দিয়েছেন।

মফিজ উদ্দিন সরকার জানান, তার তিন ছেলের মধ্যে সবার ছোট তুহিন এসএসসি পাস করে সংসার দেখাশোনা করছেন। বড় ছেলে সেনাসদস্য, অপর ছেলে একটি প্রাইভেট স্কুলে শিক্ষকতা করেন। তুহিন কোনো খারাপ কাজে জড়িত নন।

তিনি তুহিন ও তার স্ত্রীকে পরিবারের কাছে ফেরত দিতে জোর দাবি জানান।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে বলেন, তুহিন ও তার স্ত্রীকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নেওয়ার বিষয়টি আমাদের জানা নেই।

বাংলাদেশ সময়: ০৫৩৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।